ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্বত্য জনপদ বৈসাবীর রঙে অপরূপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ১৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫৬, ১৩ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.


বৈসাবীর রঙে অপরূপ পার্বত্য জনপদ। বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু-সংক্রান্তি নানান নামে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও উৎসবের আমেজ। পার্বত্য চট্টগ্রামের মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য এবং মৈত্রীর বন্ধনেরও প্রতীক বৈসাবী উৎসব।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবীর দ্বিতীয় দিনে নতুন বছরকে বরণের বর্ণাঢ্য সব আয়োজন। ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সব সম্প্রদায়ের মিলন মেলা।
বান্দরবানে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মারমা, চাকমা-তঞ্চঙ্গ্যা,ম্রো, বম, ত্রিপুরাসহ ১১টি পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ তাদের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন।
চাকমাদের বিজু উৎসবের ছিল মূল বিজু। সুন্দর করে ঘর সাজানোর পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা, পায়েস, মিষ্টান্ন দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়।
হরেক রকমের শাকসবজি দিয়ে রান্না করা হয় পাচন তরকারি। চাকমারা বিশ্বাস করেন, বিভিন্ন ধরণের শাক-সবজির মিশেলের কারণে এ রান্নার মধ্যে ওষধি গুণ থাকে।
খাগড়াছড়িতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খেলাধুলার।
বৈসাবী উপলক্ষে গোটা পার্বত্য চট্টগ্রাম এখণ উৎসবমুখর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি