ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পালমাসকে ৫-১ গোলে হারিয়েছে বিলবাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১৫ এপ্রিল ২০১৭

স্প্যানিশ ফুটবল লা লিগায় লাস পালমাসকে ৫-১ গোলে হারিয়েছে বিলবাও।
ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে বিলবাও। ৭ মিনিটে সান জোস ও ৯ মিনিটে ইকার মুনির গোল করলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ১২ মিনিটে লাস পালমাসের হয়ে ব্যবধান কমান পেড্রো বিগাস। ১৮ মিনিটে আডুরজ জুবেলিডিয়া গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বিলবাও। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে তারা। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ফরোয়ার্ড ইকার মুনির। আর ম্যাচের শেষ গোলটি আসে স্প্যানিশ ফরোয়ার্ড আডুরজের কাছ থেকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি