পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস
প্রকাশিত : ০৯:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬
দেশের নদ-নদীগুলোতে দখল- দূষণ দিন দিন বাড়ছেই। এর ভয়াবহ প্রভাব এরইমধ্যে পড়তে শুরু করেছে জনজীবনে। এমন বাস্তবতায় পালিত হচ্ছে এবারের বিশ্ব নদী দিবস। বিশেষজ্ঞরা বলছেন, নদী দুষন ও দখল এখনই ঠেকানো না গেলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে দেশের বিশাল এলাকা। তবে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে ডেলটা প্ল্যানের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেযার হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
দেশের ছোট বড় প্রায় সব নদ-নদীতেই এখন চলছে নাব্যতা সংকট। নদী মাতৃক এই ভূখন্ডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর শংকা।
একদিকে উজানে প্রতিবেশী দেশে বাঁধ তৈরি করে এক তরফা পানি প্রত্যাহারে সৃষ্টি হচ্ছে পানির সংকট। অন্যদিকে নানা ধরনের শিল্প বর্জ্যরে দূষণে নদীর প্রাণ বৈচিত্র হুমকির মুখে। পাশাপাশি নদী দখল আর নদীর বুকে অবৈধ নির্মাণ তো রয়েছেই।
পরিবেশ বিজ্ঞানীদের মতে সারাদেশের নদীর নাব্যতা আর দূষণ-দখল যেভাবে বেড়ে চলেছে তা থামানো না গেলে এর ভয়াবহ প্রভাব পড়বে জনজীবনে।
ভূমি দস্যুরা ভূমি দখল শেষে এখন নদী দখল করছে বলেও অভিযোগ করেন এই পরিবেশ ও জলবায়ূ বিজ্ঞানী।
তবে নদী দখলকারীরা যত শক্তিশালীই হোক না কেন ডেলটা প্ল্যানের মাধ্যমে তাদের প্রতিহত করার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান।
সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নদী দখলমুক্ত করা জরুরী হয়ে পড়েছে বলেও স্বীকার করেন তিনি।
আরও পড়ুন