ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

পালের্মোকে ৪-১ গোলে হারিয়েছে রোমা

প্রকাশিত : ১৭:৫৯, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ২৪ অক্টোবর ২০১৬

ইতালিয়ান ফুটবল লিগ সিরি এ’ তে পালের্মোকে ৪-১ গোলে হারিয়েছে রোমা। শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের শুর থেকেই পালের্মোর বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে রোমা। ৩১ মিনিটে মোহাম্মেদ সালাহ গোল করে দলকে লিড এনে দেন। ৫১ মিনিটে রোমার হয়ে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার লিয়ান্দ্রো। ৬৮ মিনিটে ফরোয়ার্ড এডিন ডেকো গোল করে ব্যবধান বাড়ান। ৮০ মিনিটে পালের্মোর হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার রবিন কুইসন। এর দুই মিনিট পরেই রোমার হয়ে চতুর্থ গোলটি করেন ফরোয়ার্ড স্পেফেন শারওয়ে। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে রোমা। আর ৬ পয়েন্ট নিয়ে পালের্মোর অবস্থান ১৯ নম্বরে।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি