ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ১৭ জুন ২০১৭

পাহাড় ধসের ঘটনায় বড় ধরণের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও, রাঙ্গামাটিতে একজন নিখোঁজের তথ্য পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। পাহাড় ধসের কারণে অচল হয়ে পড়া রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি- খাগড়াছড়ি সড়ক এখনো স্বাভাবিক হয়নি। এদিকে, বান্দরবানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
পাহাড় ধসের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হলেও শনিবার সকালে রাঙামাটির আরণ্যক এলাকায় কাপ্তাই হ্রদে আবারো উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের কাছ থেকে সেখানে আরো একজনের নিখোঁজের তথ্য পাওয়ার পর এই অভিযান চালায় তারা।
এদিকে, পাহাড় ধসের কারণে অচল হয়ে পড়া রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক এখনো স্বাভাবিক হয়নি। সড়কগুলো সংস্কারে কাজ চলছে। তবে, বিকল্প হিসেবে রাঙ্গামাটি থেকে কাপ্তাই পর্যন্ত রুটে নৌযান বাড়ানো হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে যাতায়াত করছে বাসিন্দারা।
এদিকে, বান্দরবানের কালাকাটায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রাণহানি এড়াতে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি