ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৭ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগামী বছরেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। দেশটির চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসন্ন আসরের ম্যাচগুলো। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ২৪টিরও বেশি দেশ থেকে সব মিলিয়ে ২১৪ জন বিদেশি ক্রিকেটার ডাক পেয়েছেন প্রাথমিক তালিকায়। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদসহ ৭ জন ক্রিকেটার।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ছাড়াও প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পাওয়া অপর সাত বিদেশি খেলোয়াড় হচ্ছেন- শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের রিস টপলি এবং ডেভিড মালান, নিউজিল্যান্ড থেকে মার্টিন গাপটিল এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার ওডেন স্মিথ।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহেদী হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন লিটন দাস ও পেসার এবাদত হোসাইন।

এর আগে বাংলাদেশি হিসেবে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।

২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের খেলা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি