ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পিএসজিকে উড়িয়ে দিলো বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৫, ৬ ডিসেম্বর ২০১৭

গত ২৮ সেপ্টেম্বর পিএসজির মাঠে গিয়ে ৩-০ গোলে হেরেছিলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিক। সেই পরাজয়ের কারণে কোচ কার্লো আনচেলত্তিকে পর্যন্ত বরখাস্ত করেছিলো বায়ার্ন কর্তৃপক্ষ। এবার সেই হারের প্রতিশোধ নিলো মিউনিক। ঘরের মাঠে নেইমার-কাভানিদের পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের ৮ মিনিটে বায়ার্নকে প্রথম লিড এনে দেন রবার্ট লেভানডস্কি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন টলিসো। বিরতির পর গোল করে ব্যবধান কমান পিএসজির এমবাপে। ৬৯ মিনিটে আবারও গোল করে বায়ার্নকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন টলিসো।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বায়ার্ন।

তবে দ্বিতীয় লেগে হারলেও দুই লেগের গড় গোলের হিসেবে কিন্তু পিএসজিই এগিয়ে থাকলো ৪-৩ ব্যবধানে। এই জয়েও  গ্রুপ পর্বে পিএসজিকে পেছনে ফেলতে পারেনি বায়ার্ন মিউনিখ। দু’দলেই পয়েন্ট হয়েছে সমান ১৫ করে। কিন্তু গোল গড়ে অনেক বেশি এগিয়ে পিএসজি।

 

সূত্র : গোলডটকম

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি