ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পিএসজিকে জেতালেন এমবাপে

প্রকাশিত : ১০:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি জয় পেয়েছে পিএসজি। নেইমার ও কাভানিকে ছাড়াই সাঁত এতিয়েনকে হারিয়েছে টমাস টুখেলের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে।

রোববার রাতে ১-০ গোলে জিতে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথম উল্লেখযোগ্য সুযোগটিও পেয়েছিল ফরাসি জায়ান্টরাই। ম্যাচের ২০তম মিনিটে আনহেল ডি মারিয়ার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলেন এমবাপে। তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ফরাসি এই ফরোয়ার্ড। গোল শূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৩তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় অতিথিদের। দানি আলভেসের উঁচু করে বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে পেয়ে দারুণ এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৯ গোল করলেন। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

লিগে ২৩ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬২। দুই ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল। আর তিন নম্বরে থাকা লিওঁর পয়েন্ট ৪৬।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি