ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

পিএসজিকে হারিয়ে এগিয়ে বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আরও একবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্বপ্নটা সুতোয় ঝুলে গেল। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে হেরে বসলেন মেসি, নেইমার, এমবাপ্পেরা। মঙ্গলবার রাতে প্যারিসে এসে তারকাঠাসা পিএসজিকে ১-০ গোলে হারিয়ে গেল ১০ জনের বায়ার্ন মিউনিখ।

পিএসজির বিপক্ষে পুরো ম্যাচে ছিল বায়ার্ন মিউনিখের দাপট। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে গেল ইউলিয়ান নাগেলসমানের দল।

প্যারিসে মঙ্গলবার দিবাগত রাতে শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিংসলে কোমান।

এদিকে পিএসজি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল।

ম্যাচের প্রথমার্ধের ৪৩তম মিনিটে বড় সুযোগ পায় বায়ার্ন। জসুয়া কিমিখের জোরাল শট ঠেকান পিএসজির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

বিরতির আগে বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রিকিক রক্ষণভাগে প্রতিহত হয়। প্রথমার্ধে গোলের জন্য এই একটি শটই কেবল নিতে পারে পিএসজি। এর বিপরীতে বায়ার্নের ১০টি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোল পায় বায়ার্ন মিউনিখ। আলফুঁস ডেভিসের ক্রসে ডি-বক্সে কোমানের ভলি ঠেকানোর মতোই ছিল, ঝাঁপিয়ে পড়া দোন্নারুম্মার হাত ছুঁয়ে বল জালে জড়ায়।

গোল হজমের একটু পর কার্লোস সলেরকে তুলে কিলিয়ান এমবাপেকে নামান পিএসজি কোচ। চোটের কারণে দলের সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি ফরাসি তারকা।

৬২তম মিনিটে চুপো-মোটিংয়ের ওভারহেড কিক ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি দোন্নারুম্মা। পরের মিনিটে ক্যামেরুনের এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা ইতালিয়ান গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে কর্নার হয়। সেই কর্নারে বাঁজামাঁ পাভার্দের জোরাল শটও ঠেকান তিনি।

এরপর ৭৩তম মিনিটে এমবাপে জালে বল জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজান। চার মিনিট পর মার্কিনিয়োসের হেড ঠেকান গোলরক্ষক ইয়ান সমের।

৮২তম মিনিটে আবার জালে বল পাঠান এমবাপে, তবে আক্রমণের শুরুতে সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন নুনো মেন্দেস। দুই মিনিট পর মেসির প্রচেষ্টা প্রতিহত হয় ডিফেন্ডার পাভার্দের পায়ে।

যোগ করা সময়ে বক্সের বাইরে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাভার্দ। যদিও এ ক্ষেত্রে কোনো বিপদ হয়নি সফরকারীদের।

আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ।

ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় এ নিয়ে টানা সাত ম্যাচ জিল বায়ার্ন মিউনিখ। গ্রুপপর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা বাভারিয়ানরা এদিনও দুর্দান্ত পারফর্ম করল। অন্যদিকে স্রেফ অনেচনা লাগল পিএসজিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ফরাসি ক্লাবটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি