ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পিএসজির কাছে ক্ষমা চেয়েছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৬ মে ২০২৩

বিনা অনুমতিতে সৌদি ভ্রমণের জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

পর্যটন দূত হয়ে সৌদিতে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞার মুখে পড়েন মেসি। সেইসঙ্গে পরবর্তী মৌসুমে তার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন না করারও ঘোষণা দেন ফরাসিরা। 

প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছেন, কেউ কেউ এমন আচরণ নিয়ে প্রশ্নও তুলেছেন। 

এ অবস্থায় ধরা পড়ল মেসির বিনয়ী রূপ। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও বার্তায় ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান লিও। 

নির্ধারিত সফরের কারণে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি এবং এ নিয়ে নিষেধাজ্ঞা আসায় অনুতপ্ত বলেও জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইনস্টাগ্রাম স্টোরিতে এক ভিডিও বার্তায় মেসি বলেন, ‘প্রথমে আমি আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা চাইছি। সত‍্যি বলতে আমি ভেবেছিলাম, ম্যাচের পরদিন আমরা ছুটি পাব, যেমনটা আগের কয়েক সপ্তাহে পেয়েছিলাম। সে কারণে আমি সৌদি আরবে এই সফরটা ঠিক করেছিলাম। এর আগে আমি একবার সফর বাতিল করেছি, আবারও বাতিল করা সম্ভব ছিল না।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি