ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

পিএসজির জার্সিতে শেষ ম্যাচটা সুখকর হলো না মেসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

পিএসজির জার্সি গাড়ে শেষ ম্যাচটা সুখকর হলো না লিওনেল মেসির। ক্লেহমোন্টের কাছে ৩-২ গোলে হার দিয়ে মৌসুম শেষ করলো প্যারিস সেইন্ট জার্মেই।

শুরুতে আক্রমণাত্মক খেলে গোল দিয়ে এগিয়ে যায় পিএসজি। ১৬তম মিনিটে বিদায়ী ম্যাচে গোলের দেখা পান স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। 

এর ৫ মিনিট পর কিলিয়ান এমবাপ্পের গোলে আরও এগিয়ে যায় লিগ চ্যাম্পিয়নরা। ডি-বক্সে আশরাফ হাকিমি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। 

এরপরই দিক হারিয়ে ফেলে পিএসজি। প্রতি আক্রমণে ম্যাচের ২৪তম মিনিটে ও প্রথমার্ধের যোগকরা সময়ের গোলে সমতায় ফেরে ক্লেহমোন্ট। 

বিরতির পর ৬৩তম মিনিটে এগিয়ে যায় ক্লেহমোন্ট। এলবাসান রাশানির চমৎকার ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ থেকে জাল খুঁজে নেন কেই।

পরে আর ম্যাচে ফেরা হয়নি ফরাসি জায়ন্টদের। এতে হার দিয়েই মৌসুম শেষ হলো ক্রিস্তোফা গালতিয়েরে শিষ্যদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি