ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পিএসজির জয়ের দিনে চোট পেলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অথচ তার ৯ দিন আগে চোট শঙ্কা পেয়ে বসেছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ানে মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দিলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তারকা নেইমারকে!

ম্যাচের শেষ দিকে ঘটে এমন অঘটন। প্রতিপক্ষ তারকা বোওনার কাছ থেকে বল পেতে গিয়ে পা মচকে বসেন নেইমার। পায়ের এতটাই গুরুতর অবস্থা যে আক্রান্ত স্থান ফুলে গেছে। এমন তথ্যই জানিয়েছেন তার সতীর্থ অরিওলা, তার পায়ের গোড়ালি ফুলে গেছে। তাকে নিয়ে আমরা চিন্তিত।

স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। তার চোটের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত হয়ত জানা যাবে পরেই। তবে রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে এমন ঘটনা বিপদেই ফেলেছে প্যারিস সেন্ত জার্মেইকে।

এই ম্যাচে একটি করে গোল করেন এমবাপে ও কাভানি। আরেক আত্মঘাতী গোল থেকে গোল পেয়ে বসে পিএসজি। নেইমারের ক্রস বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান রোলানন্দো। নেইমার চোট পাওয়ায় শেষ দিকে ১০ জনের দল নিয়ে খেলেছে পিএসজি।

লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে মোনাকো।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি