ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পিএসজির দুর্দান্ত জয়, বার্সার হোঁচট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১ নভেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা থেমে গেলো স্পেনিশ জায়ান্ট বার্সেলোনার। ‘ডি’ গ্রুপের ম্যাচে অলিম্পিয়াকোসের সাতে গোলশুন্য ড্র করেছে মেসি-সুয়ারেজরা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জয়ের পর প্রথম ড্র’র মুখ দেখলো ভালভার্দের শীষ্যরা। অপরদিকে আন্ডারলেখটকে ৫-০ গোলে হারিয়ে সবার আগে নক আউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি।

গতরাতে স্বাগতিক অলিম্পিয়াকোসের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বার্সা। ম্যাচের ২০ মিনিটে গোলের সুযোগও পেয়েছিল দলটি।

তবে ১৫ গজ দূর থেকে মেসির পাসে লুইস সুয়ারেজের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের ২৭ মিনিটে মেসির নেওয়া শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক প্রোতো। কিছুক্ষণ পর আর্জেন্টিনা অধিনায়কের বাঁকানো ফ্রি-কিক ফের কর্নারের বিনিময়ে ঠেকান তিনি।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে মেসি-সুয়ারেজরা। তবে আক্রমণগুলো ভেস্তে গেছে প্রতিপক্ষের জমাট রক্ষণে। ম্যাচের ৮০ মিনিটে সবচেয়ে বড় সুযোগটি পায় সুয়ারেজ।

মাঝ মাঠ থেকে মেসির বাড়ানো বল স্বাগতিক গোলরক্ষকের মাথার উপর দিয়ে তুলে দেন সুয়ারেজ। কিন্তু বল লাগে ক্রসবারে। যোগ করা সময়ে সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত একটি শট ঠেকিয়ে বার্সাকে জয়বঞ্চিত করেন পুরা ম্যাচে দারুণ খেলা গোলরক্ষক প্রোতো।

তবে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে অপরাজিত বার্সেলোনা। গ্রুপের আরেক ম্যাচে শেষ সময়ে আর্জেন্টাইন তারকা হিগুয়েনের গোলে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস।

গোল খড়ার দিনে গোলের বন্য বইয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। ‘বি’ গ্রুপের ম্যাচে লেইভিন কুরজাওয়ার হ্যাটট্রিকে নিজেদের মাঠে বেলজিয়ামের দল আন্ডারলেখটকে ৫-০ গোলে হারিয়েছে উনাই এমেরির শীষ্যরা। গোল করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার ও মার্কো ভেরাত্তিরও। ৪ ম্যাচে কোনো গোল না খাওয়া পিএসজি ১২ পয়েন্ট নিয়ে সবার আগে নক আউট পর্ব নিশ্চিত করেছে।

 

সূত্র : গোলডটকম

/ এমআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি