ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পিকেএসএফ-এর চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেন-এর দায়িত্ব গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকালে পিকেএসএফ ভবনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এ সময় পিকেএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব পাওয়ার পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

 গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে পিকেএসএফ-এর ৭ম চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সিলেকশন গ্রেড অধ্যাপক ড. খায়রুল হোসেন ইতোপূর্বে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ছিলেন।  

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি