ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিকের বিদায়ী ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখলো বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জেরার্ড পিকের বিদায়ী ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখলো বার্সেলোনা। আলমেরিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল জাভি হার্নান্দেসের দল।

শনিবার রাতে ঘরের মাঠে আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। উসমান দেম্বেলে চমৎকার গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ফ্রেংকি ডি ইয়ং।

ন্যু ক্যাম্পে শুরু থেকে দাপটের সাথে খেলে কাতালানরা। ৭ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা। তবে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন লেভানদোভস্কি। তাতে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর সার্জিও বুসকেটসের বাড়ানো বলে দলকে লিড এনে দেন ওসমান দেম্বেলে। ৪৮তম মিনিটে সের্হিও বুসকেতসের বাড়ান বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন দেম্বেলে।

৬২তম মিনিটে ব্যবধান বাড়ান ডি ইংয়। আনসু ফাতির ভলি শুরুতে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল জালে পাঠান ডাচ মিডফিল্ডার ইয়ং।

এই জয়ে ১৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি