ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পিচিচি ট্রফি ও ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৪৩, ২০ ডিসেম্বর ২০১৭

লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফি ও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার ডি স্টেফানো অ্যাওয়ার্ড জয় করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গতকাল সোমবার রাতে বার্সেলোনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে ট্রফি ‍দুটি তোলে দেওয়া হয়।

কিছুদিন আগেই ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড জেতেন মেসি। এরপর হাতে এলো জোড়া পুরস্কার।

জোড়া অ্যাওয়ার্ড জয়ের মেসি বলেন, এর আগে কয়েকবার এ পুরস্কার জিতেছি। এর আগের ট্রফিগুলো ছিল বেশ বড় এবং ভারি। আবার এটি জিততে পেরে আমি আনন্দিত এবং এই স্বীকৃতির জন্য মার্কাকে ধন্যবাদ।

 

সূত্র : ডেইলি মেইল

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি