ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিছিয়ে পড়ার পর মেসি-হাকিমির গোলে পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১০:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শুরুতে ছন্দহীন খেলে ফরাসি জায়ন্টরা। সেই সুযোগে এগিয়ে যায় তুলুজ। সেই ধাক্কা সামলে দারুণভাগে ঘুরে দাঁড়ায় ত্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা। শেষ পর্যন্ত মেসি-হাকিমির গোলে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি।

শনিবার রাতে ফ্রেঞ্চ ফুটবল লিগে পার্ক দেস প্রিন্সেসে তুলজের বিপক্ষে ২-১ গোলের জয়ে পেয়েছে পিএসজি।

যদিও এই ম্যাচে ডিফেন্ডার সের্হিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে পায়নি ফরাসি ক্লাবটি।

ম্যাচের ২০ মিনটেই এগিয়ে যায় তুলুজ। মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে রক্ষণ দেয়ালে একজনের পায়ে লেগে বল জালে জড়ায়।

এই ধাক্কা সামলে দারুণভাগে ঘুরে দাঁড়ায় গালতিয়েরের শিষ্যরা। একের পর এক আক্রমণে ৩৮ মিনিটে সফলতা পায় তারা। কার্লোস সোলারের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন  মরোক্ক ডিফেন্ডার আশরাফ হাকিমি। 

তাতে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে লিওনেল মেসি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। ৭৬ মিনিটে আর্জেন্টাইন তারকার আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে যায়। 

বাকি সময়ে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।

এই জয়ে ২২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস।

আর ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি