ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জাকারবার্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৩২, ১৯ আগস্ট ২০১৭

পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। এক পোস্টে জাকারবার্গ বলেন, চলতি বছরের শেষ দিকে দুই মাসের জন্য ছুটি নেবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, এবছরই দ্বিতীয় সন্তান আসছে জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির ঘরে। এ সময় সন্তান ও স্ত্রীর পাশে থাকতে দুই মাসের ছুটি নেবেন তিনি।

জাকারবার্গ বলেন, “গবেষণায় দেখা গেছে, কাজ করেন এমন মা-বাবারা যখন নবজাতকের পাশে থাকার জন্য ছুটি নেন তখন তা পুরো পরিবারের জন্য ভালো।”

তার অনুপস্থিতিতে ফেইসবুকের প্রধান  কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ও প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ওয়েইনার হবেন প্রতিষ্ঠানের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা। প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী চার মাস পর্যন্ত ছুটি নিতে পারতেন জাকারবার্গ।

চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়েছে ৪০ শতাংশ, যা প্রযুক্তি বাজারের সর্বোচ্চ শেয়ারের দর বৃদ্ধি।

২০১২ সালের মে মাসে শেয়ারবাজারে প্রবেশের পর আটগুণ বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দর। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ফেইসবুক।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি