ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পিনাক-৬ লঞ্চে ডুবে ৪৯ যাত্রী নিহতের দু’বছর পেরোলেও ক্ষতিপুরণ পায়নি অনে

প্রকাশিত : ১১:২৭, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২৭, ৪ আগস্ট ২০১৬

অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মায় পিনাক-৬ লঞ্চে ডুবে ৪৯ যাত্রী নিহতের দু’বছর পেরোলেও ক্ষতিপুরণ পায়নি অনেকে। প্রশাসন বলছে, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর ২১ জনকে শনাক্ত করা যায়নি। আর নিখোঁজ পরিবারের সদস্যরা বলছেন, আজও সন্ধান মেলেনি স্বজনদেরে। এদিকে, ঘটনায় মামলা হলেও থমকে আছে বিচারকাজ। ২০১৪ সালের ৪ আগস্ট কাওড়াকান্দি-মাওয়া রুটে পদ্মায় তলিয়ে যায় পিনাক-৬ লঞ্চ। দুর্ঘটনার পর ৪৯ জনের মৃতদেহ উদ্ধার হয়। এদের ২৮ জনের পরিবার মৃতদেহ দাফনের জন্য অনুদান পান। বাকি ২১ জনকে বেওয়ারিশ হিসেবে মাদারীপুরের শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়। নিখোঁজ যাত্রীদের স্বজনদের মধ্যে অনেকের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে  মেলেনি কোন সহায়তা। প্রশাসন বলছে, বেওয়ারিশভাবে দাফনকৃতদের ডিএনএ নমুনা সংরক্ষণ করে রেখেছেন তারা। তবে এ নিয়ে কেউ খোঁজ করতে আসেননি। লঞ্চডুবির ঘটনায় অতিরিক্তি যাত্রী বহন ও অব্যবস্থাপনার অভিযোগে পিনাক-৬ এর মালিকসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে মামলা হয়। তবে কাউকেই বিচারের মুখোমুখি করা যায়নি। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে ভুক্তোভোগি পরিবারগুলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি