ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুর ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন মহারাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৩০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পিরোজপুর ২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে প্রথম বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে প্রথমে তিনি ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ও দুপুরে কাউখালি উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তার কাছে এবং সবশেষে নেছারাবাদ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় ভান্ডারিয়া কাউখালী ও নেছারাবাদ উপজেলার আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও ইউপি চেয়ারম্যান ও সদস্য গণ উপস্থিত ছিলেন।

এসময় মহিউদ্দিন মহারাজ সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার উৎসাহ দেয়ায় আমি পিরোজপুর ২ আসনে প্রথম বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। 

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি