ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে বসতবাড়ি ও দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২১ এপ্রিল ২০১৭

পিরোজপুর শহরে অগ্নিকান্ডে পুড়ে গেছে বসতবাড়িসহ ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান।

বৃহস্পতিবার রাত ৩টার সময় অগ্নিকান্ডের সূচনা হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পার্শবর্তী নাজিরপুর এবং বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাৎক্ষণিক ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি। এলাকাবাসি জানায়, ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দমকল বাহিনীর সদস্যরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি