পিস টিভিসহ লাইসেন্সবিহীন সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের নির্দেশ
প্রকাশিত : ২০:২৫, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ২০:২৫, ৯ জুলাই ২০১৬
গুলশানে সন্ত্রাসী হামলার পর ভারতে পিস টিভিসহ লাইসেন্সবিহীন সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
যদিও অনেক আগে থেকেই ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। তারপরও কিছু কেবল অপারেটর সম্প্রচার চালাচ্ছিল। গুলশানে হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছে এ অভিযোগ উঠলে তার মালিকানাধীন পিস টিভি বন্ধের দাবি উঠে। এদিকে, গেলো কয়েক দিন ধরে মুম্বাইয়ে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কার্যালয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। তার বক্তব্য তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন