ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পিসিপি নেতার মৃত্যুর ঘটনায় রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৩ এপ্রিল ২০১৭

অবরোধ

অবরোধ

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ- পিসিপি নেতার মৃত্যুর ঘটনায় রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
অবরোধকারিরা সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া এলাকায় ব্যারিকেড দেয়। কয়েকটি যানবাহনও ভাংচুর করে তারা। অবরোধের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কসহ জেলার অভ্যন্তরীণ রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়া, জেলার ৬ উপজেলায় নৌ পথেও কোন যান চলাচল করেনি। গত ৫ এপ্রিল ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মৃত্যু হয় রমেল চাকমার।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি