ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিয়া এবার তাসকিনের সঙ্গে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ০৯:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ক্রিকেট তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবালের সঙ্গে কাজ করার পর এবার তাসকিন আহমেদের সঙ্গেও কাজ করলেন মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়া। এবার তিনি শুভেচ্ছাদূত হিসেবে অ্যাপেক্সের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। রাজধানীর এফডিসিতে আজ শুক্রবার এর শুটিং হয়েছে।

কাজ সম্পর্কে পিয়া জানালেন, তাসকিন এবং তিনি এবার অ্যাপেক্সের শুভেচ্ছাদূত হয়েছেন। গত আগস্ট মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়েছে তাঁদের।

তাসকিন ও পিয়া এক বছরের জন্য এই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হয়েছেন। তারা প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণা, ফটোশুট আর ব্র্যান্ডিংয়ের কাজেও অংশ নেবেন।

তাসকিনের সঙ্গে কাজ করার অনুভূতির ব্যক্ত করতে গিয়ে পিয়া জানালেন এভাবে, তাসকিন খুব ভদ্র আর কিউট ছেলে। কাজের ফাঁকে খেলা নিয়ে তাঁর সঙ্গে কিছু কথা হয়েছে। তিনি মাশরাফি বিন মুর্তজাকে খুব ভালোবাসেন। শুটিংয়ের সময় খুব সাবধান থাকছেন, যাতে কোনো ব্যথা না পান, আহত না হন। কারণ দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন। খুব সচেতন।

পিয়া জানালেন,এর আগে তিনি সাকিব আল হাসানের সঙ্গে পোলার আইসক্রিমের আর তামিম ইকবালের সঙ্গে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। এবারের অ্যাপেক্সের বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি