ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পুঁজিবাজার কোনো মতেই ফটকাবাজার নয়: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ২০ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজার কোনো মতেই ফটকাবাজার নয়। যারা পুঁজিবাজারকে ফটকাবাজার মনে করেন তারা পুঁজিবাজারের শত্রু। শনিবার সকালে সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ দেশের জন্য খুবই প্রয়োজনীয়। সরকার সাত বছরে পুঁজিবাজারের ভিত্তি মজবুত করতে সক্ষম হয়েছে। এখন পুঁজিবাজার বিকাশের সময়। তবে পুঁজির বিকাশ ব্যাংকের নয়, পুঁজিবাজারের দায়িত্ব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। আর অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসি কমিশনার মো. আমজাদ হোসেন ও খন্দকার কামালুজ্জামান।

অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা মেলার স্টল পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলার কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে মেলায় ৮ বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করে।

একে//এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি