পুঁজিবাজার থেকেই মেয়াদী ঋণ নেওয়া ভালো: কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশিত : ২২:৩২, ২৯ জানুয়ারি ২০১৮
দীর্ঘ মেয়াদী ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের চেয়ে পুঁজিবাজারই ভালো বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। কারণ ব্যাংক ঋণের চেয়ে পুঁজিবাজার ইতিবাচক।
কর্পোরেট গ্রাহকদের মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা কমিয়ে আনার কথা বলতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এ কথা বলেন।
আজ সোমবার দুপুরে চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
গভর্নর ফজলে কবির বলেন, এখন থেকে কর্পোরেট গ্রাহকদের মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকের নির্ভরতা কমিয়ে আনতে হবে। এর বিপরীতে পুঁজিবাজার থেকে বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করতে হবে। এজন্য কর্পোরেট গ্রাহকদের উৎসাহ ও সহায়তা প্রদানে ব্যাংকগুলোকে সক্রিয় থাকার কথা বলেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের অর্থ পুঁজিবাজারমুখী করার জন্য কার্যক্রম জোরদার করতে হবে। এজন্য তাদের কাছে আকর্ষণীয় মুনাফাবাহী সরকারি ওয়েজ আর্নার্স বন্ডের বিক্রি বৃদ্ধি করতে হবে।
পাশাপাশি অনিবাসী বিনিয়োগ টাকা হিসাব (এনআইটিএ) খোলার মাধ্যমে পুঁজিবাজারে পোর্টফোলিও বিনিয়োগ পরিচালনার জন্য ব্যাংকগুলোকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
আরকে//এস এইচ এস
আরও পড়ুন