ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে দরপতন

প্রকাশিত : ১৮:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সূচকের বড় ধরনের পতন হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪২টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা।

সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৭টির, আর ২৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি