ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৯ এপ্রিল ২০২১

শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক ওঠা-নামার মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সূচকের উত্থানের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক ও বেশির ভাগ শেয়ারের দামের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এ নিয়ে চলতি সোম ও মঙ্গলবার দুদিন দরপতনের পর বুধ ও বৃহস্পতিবার সূচকের উত্থান হলো।

আগের দিনের মতই বৃহস্পতিবারও বিমা, সিমেন্ট এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৭ পয়েন্টে।

এদিন বিমা তালিকাভুক্ত ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১১টির, আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের। ফলে দাম বাড়ার শীর্ষ ১০-এর তালিকায় উঠে এসেছে সাত বিমা কোম্পানির শেয়ার। এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে নয়টির, আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের ইউনিট প্রতি শেয়ারের।

এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা, ইউনিলিভার কেয়ার, ম্যারিকো এবং রেনেটাসহবেশ কিছু বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে সূচক ও লেনদেন উভয় বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ পয়েন্টে। তবে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১ দশমিক ৪৪পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ পয়েন্টে।

বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৮টির, অপরিবর্তিত রয়েছে ৭১টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৭২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় আড়াইশ কোটি টাকা লেনদেন বেড়েছে।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রভাতী, প্যারামাউন্ট, সিটি জেনারেল, সোনার বাংলা, ঢাকা ইনস্যুরেন্স এবং ইস্টার্ণ ইনস্যুরেন্স লিমিটেড, ভিএফএসটিডিএল, কিপিসিএল এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, রিপাবলিক ইনস্যুরেন্স, রবি আজিয়াটা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭৭ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৭পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির। লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮১ লাখ ৮৬ হাজার টাকা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি