ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:২৯, ১ ফেব্রুয়ারি ২০২২

দেশের পুঁজিবাজারের সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই। 

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত ছিল ৪৬টির দর। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট থেকে বেড়ে উঠে আসে ৬ হাজার ৯৯৭ পয়েন্টে। 

আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকা। 

সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।    

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি