পুঁজিবাজারে বড় উত্থান
প্রকাশিত : ১৭:৩২, ৬ আগস্ট ২০২৪ | আপডেট: ১৭:৩৪, ৬ আগস্ট ২০২৪
দেশের পুঁজিবাজারে গত ফেব্রুয়ারি থেকেই নিম্নমুখিতা চলছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পুঁজিবাজারে সূচকের দরপতন আরো তীব্র হয়ে উঠে। তবে গতকাল শেখ হাসিনার সরকারের পতনের পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে।
আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার কেনার চাপে উর্ধ্বমুখী হয়ে উঠে সূচক। বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২০০ পয়েন্ট বা ৩ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএস -৩০ সূচক ৪ শতাংশ ও ডিএসইএস সূচক ৩ শতাংশ বেড়েছে। ডিএসইতে এ সময় ৪৯৫ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪৬টির, কমেছে ৪১টির। অপরিবর্তিত ছিল ৮টির বাজারদর।
কেআই//
আরও পড়ুন