পুঁজিবাজারে সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে উন্নতি
প্রকাশিত : ১৭:১০, ১ ডিসেম্বর ২০১৯
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৪ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৬৪ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৯১ কোটি ৪৪ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ২০ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হল- লাফার্জহোলসিম বাংলাদেশ, ফরচুন সুজ, ইউনাইটেড ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্সুঃ, লংকাবাংলা ফাইন্যান্স, ডাচবাংলা ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বীকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক ও বেক্সিমকো লি.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- প্রিমিয়ার লিজিং, জাহিন স্পিনিং, বিডি ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্সুঃ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি. ফা., ইউনিক্যাপ, অ্যাপোলো ইস্পাত, এফএএস ফাইন্যান্স, ইন্টাঃ লিজিং ও ফ্যামিলি টেক্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- স্টাইলক্র্যাফট, অ্যাক্টিভ ফাইন, বঙ্গজ লিঃ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, ওরিয়ন ফার্মা, স্ট্যান্ডার্ড রিমামিক, হামিদ ফেব্রিক্স, বিডি অক্টোবরস, সোনারগাঁও টেক্সটাইল ও এএফসি অ্যাগ্রো।
আরকে//
আরও পড়ুন