পুঁজিবাজারে সূচকের পতন
প্রকাশিত : ১৮:০১, ২৫ সেপ্টেম্বর ২০১৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (২৫ সেপ্টেম্বর) পতনে শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন। দুইদিন বড় উত্থানের পর মঙ্গলবারের (২৪ সেপ্টেম্বর) মতো বুধবারও সূচকের পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৮৩ পয়েন্ট। ডিএসই ও সিএসইর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৩৪ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৬৮ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে।
এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে। বেলা ১২টায় সূচক ১৭ পয়েন্ট কমে। বেলা ১টায় ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে। বেলা ২টায় সূচক ৪৩ পয়েন্ট কমে। বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই'র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, সোনারবাংলা ইনস্যুরেন্স, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলারস, সামিট পাওয়ার, ন্যাশনাল পলিমার এবং ভিএফএসটিডিএল।
সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে ৯ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১২৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করে। লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ভিএএমএল আরবিবিএফ, এশিয়া ইনস্যুরেন্স, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল এসএফ, এসইএমএল আইবিবিএল এমএফ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ফার্স্ট, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স।
আরকে//
আরও পড়ুন