পুতিনের দেশে পা রাখলেন সিআর সেভেনরা
প্রকাশিত : ০৯:০৭, ১০ জুন ২০১৮ | আপডেট: ১১:৩৪, ১৩ জুন ২০১৮
ফুটবল বিশ্বযুদ্ধের বাকি আর মাত্র ৪ দিন৷ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো তাই একে একে পা বাড়িয়েছে মস্কোর উদ্দেশ্যে৷ শনিবার রাশিয়ার মাটিতে পা রাখলেন সিআর সেভেন৷ পর্তুগাল দলের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে হাজির হয়েছেন সদ্য ইউরোপ সেরার খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো৷
১৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে পর্তুগাল৷ বিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন৷ রোনাল্ডোদের মতো স্পেনের টিমও রাশিয়া পৌঁছেছে৷ প্লেনে আসার সময় স্পেনের পুরো বিশ্বকাপ স্কোয়াড সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে৷ অচিরেই যা ভাইরাল হয়ে যায়৷
পর্তুগাল দলটি সপ্তমবারের জন্য ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চলেছে৷ অন্যদিকে চতুর্থবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছে সিআর সেভেন৷ সম্ভবত এই বিশ্বকাপই ৩৩ বছর বয়সী পর্তুগাল ফরোয়ার্ডের শেষ বিশ্বকাপ হতে চলেছে৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//