ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করতে পারেন ট্রাম্প

প্রকাশিত : ১০:৫৩, ২৮ নভেম্বর ২০১৮

রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে সামুদ্রিক সংঘর্ষের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রোববার তিনটি ইউক্রেনীয় নৌজাহাজ জব্দ করার বিষয়ে তিনি পূর্নাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা দলেল রিপোর্টটিই ঠিক করে দেবে আমি কি করবো।

তিনি আরও বলেন, হয়তো আমার সঙ্গে পুতিনের বৈঠক হবে না। আমি ওই আগ্রাসনটি পছন্দ করি না। আমি এই আগ্রাসনটি চাই না"।

এই সপ্তাহের শেষের দিকে বুয়েনস আয়ার্সে জি২0 শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুই নেতার বৈঠক করার কথা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সাংবাদিকদের বলেন, শুক্রবার ও শনিবার সন্ধ্যায় সম্মেলন চলাকালে দুই নেতা নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইউক্রেন ও মধ্য প্রাচ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

এদিকে ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করার আহ্বান জানয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউক্রেন নৌবাহিনীর জাহাজ আটকের ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতৃবৃন্দ।

বিষয়টি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল ইউরোপের কয়েকজন সরকার প্রধানের সাথে ইতোমধ্যে আলোচনা করেছেন।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি