ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। তাদের এ দাবি মামা বাড়ির আবদার।’

বৃহস্পতিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘উন্নত গণতান্ত্রিক দেশেও স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়। ভোটার উপস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় আলোচনা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।’

বিএনপির সমাবেশের ব্যাপারে কাদের বলেন, ‘বিএনপির কোনো সমাবেশেই আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করেনি। সমাবেশের অনুমতি দেবে আইন প্রয়োগকারী সংস্থা।’
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি