ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর মিথ্যাচার করছেন: গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ১২ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নিজের বাসায় কর্মীদের ডেকে টাকা বিতরণের খবরটি সত্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মধ্যহ্নভোজ অনুষ্ঠানের একটি পুরনো ভিডিও দেখিয়ে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার অপপ্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, ‘তৈমুর আলম খন্দকার একের পর এক অপপ্রচার চালাচ্ছেন। রূপগঞ্জের জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই মিথ্যাচার করে যাচ্ছেন।’

কোনোরকম যাচাই-বাছাই ছাড়া এরকম মিথ্যাচার অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন গোলাম দস্তগীর গাজী।

ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে- তৈমুর আলম খন্দকারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গোলাম দস্তগীর গাজী এ সব মন্তব্য করেন।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) তৈমুর আলম খন্দকার আড়াই মাস আগের ভিডিও দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় মধ্যহ্নভোজ চলছে। সেখানে যে মহিলারা উপস্থিত ছিল তাদের হাতে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।’

জেলা পরিষদের সদস্য আনসার আলী এই টাকা বিতরণ করেন বলেও জানান তৈমুর আলম খন্দকার।

জানা গেছে, তৈমুর আলম খন্দকার যে ভিডিও দেখিয়েছেন তা গত ৩০ সেপ্টেম্বরের। আয়োজনটি ছিল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী ঘিরে। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন রূপগঞ্জের রূপসীতে বস্ত্র ও পাটমন্ত্রীর বাসায় দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। এ সময় মহিলা কর্মীদের যাতায়াত বাবদ নগদ অর্থ দেওয়া হয়।

সেদিনের সেই নিমন্ত্রণে হাজির হয়েছিলেন রূপগঞ্জের নানা পেশার মানুষ। নিজ বাড়িতে আসা অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০০ টাকা করে দেওয়া হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুইশ টাকার নোট দিয়ে দুইজনকে ভাগ করে নিতে বলা হয়। যখন এই আয়োজন করা হয় তখন নির্বাচনি তফসিলও ঘোষণা হয়নি।

তৈমুরের সংবাদ সম্মেলনে যার বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ- জেলা পরিষদের সদস্য মো. আনসার আলী বলেন, ‘পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর আলম খন্দকার মিথ্যাচার করেছেন। ভিডিওর সত্যতা যাচাই না করেই মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ছোট করা এবং ভোটারদের বিভ্রান্ত করার জন্য তিনি এই মিথ্যাচার করছেন। আমি তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

মো. আনসার আলী বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়কে ছোট করার জন্য একটি চক্র মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমি তৈমুরের বিষয়ে সজাগ থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি।’

নারায়নগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিপরীতে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। এ ছাড়া ভোটের মাঠে রয়েছেন আরও সাতজন প্রার্থী।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি