ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬

পুরস্কৃতদের অনুভূতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ৯ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে [বিআইসিসি] এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ প্রদান করেন। গতকাল রোববার বিকেলে ২৪ ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীর মধ্যে এ পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক ও অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে। পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অমিতাভ রেজা চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, কুসুম শিকদার, মেহের আফরোজ শাওন, চঞ্চল চৌধুরী  বলেন-

সেরা পরিচালক
অমিতাভ রেজা চৌধুরী
যে কোনো স্বীকৃতি সবার জন্য আনন্দের। প্রথম ছবি পরিচালনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এ যেন অনন্য প্রাপ্তি। অনুভূতিই অন্যরকম। এই সম্মাননা পাওয়ায় আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রেরণা পাচ্ছি। আয়নাবাজি টিমের সবার সহযোগিতা ছিল বলেই এই স্বীকৃতি এসেছে।
সেরা অভিনেত্রী
নুসরাত ইমরোজ তিশা
এর আগে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছি। বড় হয়ে অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়ে অবশ্যই ভালো লাগছে। ১৯৯৫ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নতুন কুঁড়িতে গান গাওয়ার জন্য পুরস্কার নিয়েছিলাম। প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে জাতীয় পুরস্কার পাওয়া স্বপ্নের ব্যাপার। এখন দায়িত্ব আরও বেড়ে গেল। সামনে আরও ভালো কাজ করতে চাই।
সেরা অভিনেত্রী
কুসুম শিকদার
আমার অভিনীত `গহীনে শব্দ` ছবিটি এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। সেই বছর আমি অনুষ্ঠানে নাচে অংশ নিয়েছিলাম। আর এবার `শঙ্খচিল` ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছি। এটি আমার জন্য সর্বোচ্চ সম্মান। এ প্রাপ্তি আনন্দের।
সেরা অভিনেতা
চঞ্চল চৌধুরী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ক্যারিয়ারে দু`বার পেলাম। এটি আমার জীবনের সর্বোচ্চ সম্মান ও ভালো লাগার। এর আগে `মনপুরা` ছবিতে অভিনয়ের জন্য পাওয়া পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছিলাম। পর পর দু`বার তার হাত থেকে পুরস্কার গ্রহণ করে ভালোই লেগেছে।
সেরা গায়িকা
মেহের আফরোজ শাওন
‘যদি মন কাঁদে’ গানটি শ্রোতাদের ভালো লেগেছিল। সবার কাছ থেকে বেশ প্রশংসাও পেয়েছি। এ জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাব ভাবিনি। এই প্রাপ্তি তাই অনেক বেশি আনন্দের। অন্যরকম অনুভূতি। এ জন্য ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই জুরি বোর্ডের সদস্যদের, যারা এই গানকে সেরা গান হিসেবে নির্বাচিত করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি