ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পুরুষ এককে গিগোর দিমিত্রোভ, মহিলা এককে সিমনা হালেপ শিরোপা জিতলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:৩২, ৫ মে ২০১৭

মাদ্রিদ টেনিসের পুরুষ এককে বুলগেরিয়ার গিগোর দিমিত্রোভ এবং মহিলা এককে  সিমনা হালেপ শিরোপা জিতলেন।
কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হওয়া নক আউট পর্বের এ টুর্নামেন্টে রাশিয়াার মারিয়া শারাপোভা সেমি ফাইনাল থেকেই বিদায় নেন। মহিলা এককের ফাইনালে রাশিয়ার ইসভেতলোনা কুজনেতসোভাকে টাইব্রেকারে ১০-৬ গেমে হারিয়ে শিরোপা জেতেন সিমনা হালেপ। এরআগে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জোহানা কোনটাকে এবং সেমিফাইনালে রিকান মনিকাকে হারান। এদিকে পুরুষ এককে স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে ১০-৭ গেমে হারিয়ে শিরোপা জেতেন বুলগেরিয়ার গিগোর দিমিত্রোভ।     


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি