পুরো শহর বিক্রি করে দেবে নিউজিল্যান্ড!
প্রকাশিত : ১২:৩০, ৩০ অক্টোবর ২০১৮
নিউজিল্যান্ডের পুরো একটি শহর বিক্রি করে দিতে চাচ্ছে ওই দেশটির কর্তৃপক্ষ। ওই শহরটির নাম ‘লেইক ওয়েটাকি ভিলেজ’। এটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উত্তরের শহর দুনেদিন থেকে প্রায় ১১২ মাইল দূরে অবস্থিত। এই শহরের মূল্য ধরা হয়েছে ২ দশমিক ৮ মিলিয়ন।
এই শহরটি ১৯৩০ সালে বাঁধ শ্রমিকদের জন্য নির্মাণ করা হয়েছিল। তবে বাঁধের কাজ শেষ হওয়ায় পর ১৯৮০ সালে ওই এলাকাটি খালি হয়ে যায়।
এই শহরটির আকার আকৃতি অত্যন্ত সুন্দর। এর ফলে অনেকের কাছে এটি আকর্শনীয় জায়গা হিসেবে পরিচিত।
এছাড়াও এ শহরটিতে রয়েছে আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট, মাল্টি কার পার্কিয়ের জায়গাসহ অন্যান্য আকর্ষনীয় স্থান।
নিউজিল্যান্ড ভিত্তিক এক রিয়েল এস্টেট এজেন্সি এক বিবৃতিতে বলেন, এই শহরটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা হিসেবে গড়ে তুলা সম্ভব।
সম্প্রতি সম্পত্তি বিক্রি সংক্রান্ত নিউজিল্যান্ডে একটি আইন পাশ হয়। ওই আইনে বিদেশি নাগরিকরা দেশটির কোনো সম্পত্তি কিনতে পারবে না বলে জানানো হয়। ২০১৮ সালের আগস্টে এই আইনটি পাশ হয়।
দেশটির ট্রেড মন্ত্রী ড্যাভিড পার্কার বলেন, প্রকৃত নাগরিকরাই নিউজিল্যান্ডের জমি কিনতে পারবেন।
তথ্যসূত্র: সিএনএন
এমএইচ/