ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আরশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৩৬, ১১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

এবার মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন আরশি খান। রমেশ যোশী নামে এক পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আরশি খান। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পুরোহিত। তাঁর দাবি, আরশি তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু বারবার চেয়েও সেই টাকা ফেরত পাওয়া যায়নি।

রমেশ যোশীর দাবি তাঁর কাছ থেকে টাকা নিয়ে ফেরৎ দেননি আরশি। আর সেই কারণে মুম্বাইয়ের সমতা নগর থানায় আরশির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তাঁর দাবি, আরশি তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন।

রমেশ যোশী বলেছেন, ২০১৫-র সেপ্টেম্বরে তাঁর সঙ্গে আরশির পরিচয় হয় এবং এরপর তিনি প্রায়ই মন্দিরে আসনে। ২০১৫-র ৫ ডিসেম্বর মন্দিরে এসে আরশি বলেন যে, তাঁর মোবাইল ও পার্স কেউ চুরি করে নিয়েছে। এজন্য তাঁর কাছ থেকে আরশি ৪০ হাজার টাকা ধার নেন। রমেশ যোশীর অভিযোগ, কিন্তু ওই টাকা নিয়ে যাওয়ার পর আর কোনওদিন মন্দিরে আসেননি আরশি। বারবার ফোন করেও কোনও উত্তর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছেন, আরশির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের তদন্ত করছে। অন্যদিকে, আরশিও পাল্টা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। আরশির অভিযোগ ওই পুরোহিত অশ্লীলভাবে তাঁর শরীরে হাত দিয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি