ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

‘পুলিন দে-আতাউর রহমান রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১১ অক্টোবর ২০১৮

আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার কখনও বিত্তনির্ভর রাজনীতি করেননি। তারা দেশ মাতৃকার মুক্তির লক্ষে আদর্শে উজ্জ্বীবীত হয়ে রাজনীতি করতেন। তাই তাদের আদর্শ অনুসরণ করলে মুক্তিযুদ্ধের আকাঙ্খিত দেশ গড়া সম্ভব বলে মনে করেন ইঞ্জিনিয়ার মোশাররফ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য পুলিন দে ও আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, দুই দুইটি স্বাধীনতা সংগ্রামের নেতা অধ্যাপক পুলিন দে চল্লিশের দশকে জয় প্রকাশ নারায়ণ ও রাম মনোহর লোহিয়ার নেতৃত্বে গঠিত ভারতীয় সোসালিস্ট পার্টিতে যোগদান করেন। ১৯৪৭ সালে তিনি ওই পার্টির পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে বঙ্গবন্ধুর মধ্যে মাস্টারদার প্রতিফলন দেখে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

আতাউর রহমান খান কায়সার স্মরণে তিনি বলেন, আতাউর রহমান খান কায়সার বহুবছর আওয়ামীলীগের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি প্রনয়ণের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এই জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের পক্ষে কয়েকটি বিকল্প বাজেট উপস্থাপন করেছিলেন।

অধ্যাপক পুলিন দে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সৈয়দ নুরুল ইসলাম। উদযাপন কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ প্রচার সম্পাদ আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নীতিহীন, আদর্শ বিবর্জিত, অসুস্থ পেশীনির্ভর রাজনীতিকে হটিয়ে সুস্থ ধারার আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রয়াত অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সারের জীবন ও কর্ম অনুসরণ করা উচিত।

আআ/একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি