ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশের আচরণে মাহির ক্ষোভ প্রকাশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বিমানবন্দর নামার পর গ্রেফতার হওয়া থেকে শুরু করে জামিনে বের হওয়া পর্যন্ত তার সঙ্গে হওয়া পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর শনিবার রাতে চিত্রনায়িকা মাহি তাদের মালিকানাধীন ফারিস্তা রেস্তোরার সামনে সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
 
মাহিয়া মাহি বলেন, তার সঙ্গে যে ধরনের আচরণ হয়েছে তাতে মনে হয়েছে যেন তিনি যুদ্ধ অপরাধীর মতো বড় কোন আসামি। একই সঙ্গে তিনি নানা ধরনের ভয়ভীতি ও আতঙ্কে রয়েছেন বলে জানান। 

দেশে ফিরলে তার স্বামী রকিব সরকারের সঙ্গে পুলিশ কি ধরনের ভয়াবহ আচরণ করতে পারে তার শঙ্কাও প্রকাশ করেন মাহি। 

দেশে ফিরলে যাতে তার স্বামীর উপর পুলিশে হয়রানি ও নির্যাতন না হয় সেজন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। 

এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে দেড় কোটি টাকার প্রসঙ্গটি টেনে বলেন, লাইভে বলা হয়তো তার ঠিক হয়নি, এজন্য দুঃখ প্রকাশ করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি