পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
প্রকাশিত : ১৫:৩০, ২৩ জুন ২০২৪
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদের ১০ জনকে বদলি করেছে সরকার। একই দিনে ১৫ পুলিশ সুপারকেও (এসপি) বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে ঐ প্রজ্ঞাপন।
প্রজ্ঞাপনে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি), মেট্রোরেল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহবুবুর রহমানকে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে মো. ইলিয়াস শরীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম।
তবে তাদের বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
এদিকে একই দিনে ১৫ জন এসপিকে বদলি করেছে সরকার। নতুন ১৪ জেলায় তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
ঐ জেলাগুলো হচ্ছে- রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।
এমএম//
আরও পড়ুন