পুলিশের সর্বোচ্চ পদক পেলেন ফরিদপুরের সাইফুল
প্রকাশিত : ১৫:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম পুরস্কারে ভূষিত হলেন ফরিদপুরের ভাঙ্গা থানার মানিকদহ ইউনিউনের কৃতি সন্তান এডিসি (ডিবি) উত্তরা এয়ারপোর্ট জোনের সাইফুল আলম হিমেল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইফুল আলম হিমেলকে পদক পরিয়ে দেন।
চাকরি জীবনের শুরুতে সাইফুল আলম হিমেল এসি পেট্রোল মোহাম্মদপুর জোন, এসি ট্রাফিক দারুস সালাম জোন, এসি ক্রাইম কোতোয়ালি জোনে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। পরে পদোন্নতি পেয়ে এডিসি (ক্রাইম) ডিএমপি হেডকোয়ার্টার, এডিসি (ডিবি) কোতোয়ালি জোনে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে গত ১ ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। ৬০ জনকে রাষ্ট্রপতি পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা-কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) পদকে ভূষিত করে গত ২২শ ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এমএম//
আরও পড়ুন