ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পুষ্টি নিয়ে শিশুদের সচেতন করবেন যেভাবে

ছৈয়দ আহমদ তানশীর উদ্দিন 

প্রকাশিত : ১৫:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

শিশুদের বর্ণমালার বইগুলোতে বর্ণ গুলোর খাদ্যের প্রাথমিক জ্ঞান সম্পর্কিত বিষয় অর্ন্তভুক্ত করা জরুরি। সাধারণত আমাদের মানুষগুলোর প্রাথমিক খাদ্য জ্ঞান থাকে না৷ ফলে আমাদের দেশে সাধারণত পুষ্টিকর খাবার সঠিক অনুপাতে খেতে পারেন না।

তবে সবার যেমন: সুষম খাদ্য, ভিটামিন ও খাদ্য উপাদান প্রভৃতি সর্ম্পকে জানাটা অবশ্যক। ফলে মানুষ নিজের পুষ্টি নিজে নিশ্চিত করতে পারে এবং খাবারের তালিকা তৈরির সময় সম্যক জ্ঞান কাজে লাগাতে পারে। আশার কথা হচ্ছে, ২০১৯ সালের ইউনিসেফের জরিপ বলেছে অপুষ্টির হার কমছে। তবুও শিশুদের মধ্যে খাদ্যের প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্য আমাদের নিম্নোক্ত কাজ করা যেতে পারে।

১. বর্ণমালার মাধ্যমে প্রাথমিক জ্ঞান দান করা: শিশুদের বইগুলোতে এভাবেই লিখতে পারি। আ: আ তে আপেল, আপেল খেলে হবে বল।

২. খেলার মাধ্যমে সুষম খাদ্য জ্ঞান: মাঝে মাঝে খাদ্য মডেল দিয়ে খাদ্য গেইম বানানো, শিশুদের পছন্দের খাবার ডেমু দিয়ে খাদ্য পিরামিড, সুডকো মিলানো, খেলনা সামগ্রীর আকার বিভিন্ন খাবারের মত করা।

৩. স্কুল আঙ্গিনায় সবজি বাগান করা। 

৪. দৈনিক খাদ্য তালিকায় প্রয়োজনীয় উপাদান যাচাই: স্কুলের সকালের এসেম্বলীতে কে কি দিয়ে ভাত/নাস্তা খেয়েছে তা নিয়ে শিশুদের প্রাথমিক খাদ্য জ্ঞান যাচাই করা। তারপর তাকে শিখানো কী ঘাটতি আছে খাদ্য উপাদানে। 

৫. দৈনন্দিন জীবনে খাবারের তালিকা করা স্থানীয়ভাবে সহজলভ্য খাবার দিয়ে। 

৬. খাবার খাওয়ার আগে পরে হাত ধোঁয়া।

৭. কিছু নিয়ম মানতে হবে: আমাদের মায়েরা শিশুদের খাওয়ানোর সময় ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, টিভি, কার্টুন প্রভৃতি চালিয়ে বিনোদন দেয়। এতে শিশুদের খাবারের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। খাদ্য ক্যালেন্ডার বা আর্ট কম্পিটিশন করা, ফুড ফেয়ার ভিজিট করা। বাবা মায়ের উচিৎ তাদের ছেলে মেয়েদেরকে খাবারের কাউন্সিলিং করা। তাকে বুঝতে দেয়া উচিৎ সে কি খাচ্ছে। তাহলে পাচকক্রিয়া দ্রুত হয়।

সাপ্লিমেন্টারী ফুড, ফর্টিফাইট ফুড, বাজারজাত ফুড এগুলোর বিরুদ্ধে অপপ্রচার করা, নিরুৎসাহিত করা। বাবা মায়ের খাবার তৈরি প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা। অভিভাবক সমাবেশে এসব নিয়ে আলাপন করা।

আমাদের শিশুগুলো ভাল থাকুক, নিরাপদ খাবার সুস্থ সবল জাতি গঠনে অনেকাংশে ভাল করবেই, এক্ষেত্রে স্কুল হেলথ কার্যক্রম পুষ্টি বিষয়ক শিখন পদ্ধতি কার্যকরি পদক্ষেপ।

লেখক: এমপিএইচ ইন নিউট্রিশন (ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া) ও নার্সিং কর্মকর্তা, কক্সবাজার সদর হাসপাতাল।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি