পুষ্পধারা প্রপার্টিজের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৬:৫৭, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৩৯, ২২ অক্টোবর ২০১৮
আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আবাসন কোম্পানির তিন হাজার গ্রাহক।
গ্রাহক সমাবেশে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আক্তার হোসেন, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মঈন উদ্দিন খান, অবসরপ্রাপ্ত ডিআইজি আনোয়ার হোসেন, জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ডের সদস্য অধ্যাপক ড. রিয়াজুল হাসান, ডায়াগ্রাম সিকিউরিটির চেয়ারম্যান মেজর মাহমুদুল হাসান, ক্যাপ্টেন এ কে এম চিশতী, কোটালিপাড়া সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল।
এছাড়া উপস্থিত ছিলেন পুষ্পধারার চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলাম, পুষ্পধারার উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মিয়া বুলু, মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের যুগ্ম পরিচালক আক্তার হোসেন বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী পদ্মাসেতু হংকংয়ের আদলে গড়ে উঠবে। এই এলাকা হবে দেশের অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। পদ্মাসেতু নির্মাণের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বহুগুণে বেড়ে যাবে। আশা করি মানুষের সুষ্ঠু আবাসন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে পুষ্পধারা পদ্মাসেতু কেন্দ্রিক অর্থনীতির অংশীদার হবে। সরকারের উন্নয়ন সহযোগী হবে পুষ্পধারা।’
জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ডের সদস্য অধ্যাপক ড. রিয়াজুল হাসান বলেন, ‘গ্রাহকরা পুষ্পধারার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। প্রতিষ্ঠার চার বছরে পুষ্পধারা গ্রাহকদের যে আস্থা অর্জন করেছে আশা করি আগামীতেও তা অটুট থাকবে।’
পুষ্পধারা ব্যবস্থাপনা পরিচালক আলীনূর ইসলাম বলেন, ‘পুষ্পধারা প্রপার্টিজ নিছক ব্যবসা নয়, গ্রাহকদের আস্থা অর্জনে সচেষ্ট। প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটি যে সাফল্য ও সুনাম অর্জন করেছে তা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পুষ্পধারার মার্কেটিং বিভাগের পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)। অনুষ্ঠানে শেয়ার হোল্ডার, এলিট গ্রাহক, সাধারণ গ্রাহকরা র্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার জিতে নেন। প্রথম পুরস্কার মালয়েশিয়ার যুগল টিকেট পান পুষ্পধারার গ্রাহক শরিফুল ইসলাম।
২০১৪ সালে পুষ্পধারা যাত্রা শুরু করে। পদ্মা সেতু এলাকায় ‘পদ্মা ইকো সিটি’ ও ‘পদ্মা ভ্যালি’ নামে দুটো প্রকল্প রয়েছে।
আরকে//
আরও পড়ুন