ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পূজামণ্ডপে ইসলামী গান গাওয়ায় আটক দুজনই মাদ্রাসা শিক্ষক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ১১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৫:২৪, ১১ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে জেমএন সেন হলের পূজামন্ডপে ইসলামী সংগীত গাওয়ার ঘটনায় আটক দুজনেই মাদ্রাসা শিক্ষক। তবে তারা পূজা উদযাপনপরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন।

শুক্রবার দুপুরে সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির উপ কমিশনার রইছ উদ্দিন।

তিনি জানান, তাদের সঙ্গে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন কোন উদ্দেশ্য ছিল কিনা তা খোঁজা হচ্ছে। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। 

সিএমপির উপকমিশনার আরও জানান, এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে এর ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আটককৃতরা হলেন শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম। এরমধ্যে শহীদুল করিম তানজিমুম উম্মা মাদ্রাসা ও মোঃ নুরুল ইসলাম দাররুল ইরফান মাদ্রাসার শিক্ষক।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পুজামণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ”আগে কি সুন্দর দিন কাটাইতাম” অপরটি ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। 

পরের গানটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। 

বিক্ষুব্দ হয়ে উঠে পূজারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুজামণ্ডপ এলাকায় সেনা মোতায়েন করা হয়। ওই রাতে মণ্ডপ এলাকা পরিদর্শনে যান চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি