ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ২ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সন্ধ্যা রাণী দাস নামে এক নারীর মৃত্যু হয়েছে সাপের কামড়ে। 

নিহত সন্ধ্যা রাণী দাস (৩৭) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথ এর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বুধবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাযায়, সকালে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশে ফুল তুলতে যান সন্ধ্যা রানী। যাওয়ার পথে ধান খেতের আইল দিয়ে যাওয়া সময় তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান।

এসময় তার বমি শুরু হয়।  পরে বাড়ির লোকজন তাকে প্রথমে উপজেলা ৫০ শয্যা চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এন্টি ভেনম না থাকায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি