ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

পূজারাকেও সাজঘরে পাঠালেন তাইজুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ২৩ ডিসেম্বর ২০২২

আগেরদিন ৮ ওভার খেলে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি ভারত। তবে শুক্রবার দিনের শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিয়ে উইকেটের মুখ খুললেন তাইজুল। পরে কোহলিকে নিয়ে জুটি বাঁধা পুজারাকেও লাঞ্চের আগে সাজঘরে ফেরত পাঠান এই স্পিনার। 

যাতে ২৭ রানে প্রথম উইকেট হারানো ভারত তাদের তৃতীয় উইকেট হারায় দলীয় ৭২ রানে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। বিরাট কোহলি ১৭ রানে এবং ঋষভ পন্ট ৩ রানে ক্রিজে আছেন।

এর আগে শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার গিল ও রাহুল। বোলিং শুরু করেন খালেদ আহমেদ। চতুর্থ বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন গিল।

পরে আরও চার ওভার খেলে ৭ রান যোগ করেন দুই ওপেনার। তবে ১৪তম ওভারের প্রথম বলেই তাইজুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন লোকেশ রাহুল। সরাসরিই প্যাডে আঘাত হানে তাইজুলের ডেলিভারিটি। কিন্তু আম্পায়ার সৈকত তাতে সাড়া না দিলে সাকিবকে রিভিউ নিতে বাধ্য করেন তাইজুল।

তাতেই কাজ হয়ে যায়। প্রথম উইকেট শিকার করেন তাইজুল। ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে দেন ব্যক্তিগত ১০ রানেই। পরের ওভারে এসেই তুলে নিলেন আরেক ওপেনার শুভমন গিলকেও। তিনিও শিকার হন বাঁহাতি স্পিনারের মায়াবী লেগ বিফোর ফাঁদে। 

এই ওপেনার ফেরেন ব্যক্তিগত ২০ রান করে। যার ফলে দলীয় ৩৮ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে এখন চাপে পড়ে ভারত। কোহলিকে নিয়ে জুটি বেঁধে তৃতীয় উইকেটে সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা চালান পূজারা। ৯৩ বলে গড়ে ৩৪ রানের জুটি। তবে ভারতীয় এই টপ অর্ডারকে ফিরিয়ে সেই জুটিও ভাঙেন টাইগার বাঁহাতি স্পিনার।

ইনিংসের ৩১তম ওভারের চতুর্থ বলে শর্ট ফাইন লেগে দাঁড়ানো মোমিনুলের হাতে ধরা পড়েন পূজারা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৪ রান। ৫৫ বলে খেলে দুটি চারের মারে এই রান করেন তিনি।

এর আগে মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে প্রথম দিনেই তারা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২২৭ রানে। দলের পক্ষে মোমিনুল হক সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসাইন শান্ত ২৪, সাকিব আল হাসান ১৬, জাকির হাসান ১৫ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন। 

ভারতের উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ১২ বছর পরে টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি