
পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও গোপালগঞ্জের ভাটিপাড়ায় নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে ২৯ জন।
পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দশ্রী এলাকায় যাত্রীবাহি একটি বাস বগুড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। মিয়াবাজার কালভার্টের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা নুর আহমেদ মারা যান। আহত হয় কমপক্ষে ২৫ জন। এদিকে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় বাসের ধাক্কায় ভ্যান আরোহী নিহত হয়েছে। আহত হন ৪ জন।